পাটনা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে এগিয়ে আসছে একের পর এক উৎসব। সামনেই দুর্গোৎসব। দুর্গাপুজোর সময় বিহারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি বাতিল করা হয়েছে পুলিশ কর্মীদের। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল থাকবে।বিহার পুলিশ মুখ্যালয় থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মীদের সমস্ত ছুটি বাতিল থাকবে। বিশেষ পরিস্থিতি ছাড়া ৫ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সমস্ত ছুটি বাতিল থাকবে।
2024-09-27