নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বৃহস্পতিবার উদিতি ক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে এক ডাক্তারের বাড়িতে গিয়ে চাঁদা সংগ্রহ করতে গিয়ে আক্রমণ করা হয় ডাক্তার সহ তার পরিবারকে। তারই প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, চাঁদার জুলুমবাজিতে ডাক্তারকে আক্রমণের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। রাজ্যে অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে একাংশ ক্লাব যেভাবে চাঁদার জন্য সাধারণ মানুষ এমনকি ডাক্তারদের হেনস্থা হতে হচ্ছে তার তীব্র নিন্দা জানান তিনি।