রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৬ সেপ্টেম্বর: বৃহস্পতিবার রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ড্রপ গেইটে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির পাদদেশে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক  পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হয় ড্রপ গেট পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবঅক্ষয় মূর্তিতে।

উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য সংস্কৃতি দপ্তর  অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি, তথ্যসংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা ।এদিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও মতাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পশ্চিম জেলার জেলা সভাপতি বলায় গোস্বামী।