ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন এআইএসইসি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় উজ্জয়ন্ত প্রসাদের সামনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়েছে।

কমিটির এক ব্যক্তি বলেন, নবজাগরণের অন্যতম পথিকৃত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ তাঁর ২০৫তম জন্মদিবস পালন করা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে থাকি। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও এইদিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছি।

এদিন তিনি আরও বলেন, বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষার বেহাল দশা। সরকারে বিভিন্ন সিদ্ধান্তে ছাত্র ছাত্রীদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে।