ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। খেলো ইন্ডিয়া জাতীয় আসরে ত্রিপুরার জুডোকা তানিয়া দাস স্বর্ণপদক পেয়েছে। কেরালার ত্রিশূড়ে আয়োজিত খেলো ইন্ডিয়া জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে ৪৪ কেজি ক্যাটাগরিতে উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব পরিচালিত বিবেকানন্দ জুডো সেন্টারের তানিয়া দাস প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। তানিয়ার সাফল্যে ফ্লাওয়ার্স ক্লাব অথরিটি এবং বিবেকানন্দ জুডো সেন্টার যেমন খুশি, পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রনজিৎ সিংহ রায়ও স্বর্ণপদক বিজয়ী তানিয়া এবং তার কোচ ডঃ মিহির শীলকেও অভিনন্দন জানিয়েছেন।