BRAKING NEWS

মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, পরিস্থিতি বুঝলেন স্বাস্থ্যকর্তারা

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সুরক্ষা পরিকাঠামো নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্বাস্থ্যকর্তারা যে যাঁর এক্তিয়ারের সমস্যা ও সম্ভাবনার সর্বশেষ পরিস্থিতি বুঝে নেন।

নবান্ন সভাঘরে এই বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বেলেঘাটা আইডি, ইনস্টিটিউট অফ সাইকোলজির মতো পাঁচটি সংস্থার অধিকর্তাদের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা।

রাজ্যের বাকি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ভার্চুয়ালি বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছিল। সেই কর্মবিরতি মেটানোর জন্য ওই দিন বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্তাদের সঙ্গে মিটিংটি স্থগিত করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *