BRAKING NEWS

আর জি কর হাসপাতালে মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় আদালতে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে

কলকাতা, ২৫সেপ্টেম্বর (হি. স. ) : আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল’ কে শিয়ালদা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়েছে। এর আগে তাদের মেডিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা করা হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার পেশ করা হয়েছে। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও টালা থানার ইন চার্জ অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়েও সেই অর্থে কোনও ব্রেক থ্রু হয় নি। এ পর্যন্ত বিতর্কিত ওই ঘটনা নিয়ে মুখ খুলছেন না তাদের কেউই। উল্লেখ্য, প্রথম দফায় সন্দীপ ঘোষ হিসেব বহির্ভূত আয় ও আর্থিক দুর্নীতি মামলাতে ইডি’র হাতে অভিযুক্ত। পরবর্তী মামলাতে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এ পর্যন্ত তদন্তের কাজে প্রথমে সন্দীপ ও তাঁকে জেরা করে পরে অভিজিৎ এর নাম উঠে আসে। গত সপ্তাহেই তাদের আদালতে পেশ করে সময় চেয়ে নেয় সিবিআই। গত ২০ তারিখ এর আগে তাদের পেশ করা হয়। সিবিআই এ প্রসঙ্গে জানায়, তাদের জেরার জন্য ফের সময় প্রয়োজন এই দাবি জানান। এবং আদালত ২৫ তারিখ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় ও সময় বরাদ্দ করে। কড়া নিরাপত্তার মধ্যেই পেশ করা হয়েছে তাদের। সুতরাং সে দিকেই আপাতত কড়া নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *