BRAKING NEWS

দুর্গোৎসবের আগে বোনাস সহ একাধিক দাবিতে গণডেপুটেশন  সি আই টি ইউ-র

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: দুর্গোৎসবের আগে বোনাস, এক্সগ্রেসিয়া, কাজ, খাদ্য, মজুরী বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বন্যা ত্রানের দাবিতে সরব হয়েছে সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটি। আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে শ্রম কমিশনারের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়েছে বাম নেতৃত্বরা।

সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দূর্গাপূজায় যারা এতদিন যাবৎ বোনাস ও এক্সগেসিয়া পেতেন তারা এখনো পাননি। এবিষয়ে শ্রম দপ্তরের তরফ থেকে আলোচনা ও হয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পুজার অনুদান ঘোষণা করা হয়েছে তা কিছুই না। কারণ, জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। 

এদিন তিনি আরও বলেন, সাম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। বন্যায় দূর্গতদের পাশে থাকার জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোনো  সিদ্ধান্ত ছিলই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকদের জমি, পুকুর এবং  জলাশয় ক্ষতি হয়েছে। এরই দাবিতে আজ গণডেপুটেশন প্রদান করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *