নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা বুধবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। জে পি নাড্ডা বলেন যে, অখণ্ড মানবতাবাদের প্রবর্তক, ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের পথপ্রদর্শক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দূরদর্শী চিন্তাভাবনা স্বনির্ভর ও বিকশিত ভারতের ভিত গড়েছে।
2024-09-25