নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২৪ সেপ্টেম্বর এডিসির অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মী জানান অস্পিনগর আইএস এর অন্তর্গত এস টি গার্লস (আশ্রম স্কুল) হোস্টেলটি ২০১১-১২ সালে ১২৬.৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়। সদস্য সওদাগর কলই এর লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য জানান, বর্তমানে সেই হোস্টেলটি প্রায় নষ্ট হয়ে যাওয়ায় ছাত্রীদের থাকা অনুপযোগি অবস্থায় রয়েছে। হোস্টেলটি অতিসত্ত্বর মেরামত করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা।
অধিবেশনে সদস্য বিদ্যুৎ দেববর্মা অনীত প্রশ্নের জবাবে এডিসি এলাকাতে অ-জনজাতিদেরকে লেন্ড এলোটমেন্ট দেওয়া হয় না একথা জানান ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং। বিভিন্ন এলাকার এলোটমেন্ট ছাড়া বসবাসকারী অ-জনজাতিদের ভালভাবে তদন্ত করে আইন মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তিনি আরো জানান অ-জনজাতিদের লেন্ড এলোটমেন্ট পাওয়ার ক্ষেত্রে ১৯৭১ সালের ভোটার তালিকায় আবেদনকারী নাম অথবা পূর্ব পুরুষের নাম অর্ন্তভূক্ত থাকতে হবে বলে।
আগামী দিনে আর্থিক সংকোলান হলে নিয়োগ করা হবে। ২০২৫-২৬ অর্থ বছরে অর্থ বরাদ্ধ হলে আমিন, চেইনমেন, জুনিয়র সারবেয়ার কর্মী নিয়োগ করা পরিকল্পনা আছে। কৃষি দপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে মান্দোই, তুলাশিখর, রূপাইছড়ি, গন্ডা তুইসা, ছামনু, কাঞ্চনপুরে মোট ৪০ ইউনিট এস আর আই পদ্ধতিতে করা হয়েছে বলে জানান সদস্য উমাশঙ্কর দেববর্মার প্রশ্নের জবাবে।
এডিসির অধিবেশনে স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, সদস্য গনেশ দেববর্মা প্রশ্নে জবাবে জানান খেরেংবার হাসপাতালের মাধ্যমে টেলি ইমারজেন্সী চালু করার মধ্য দিয়ে চিকিৎসা পরিসেবা দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ রাখা হয়েছে। তিনি ঐ পরিসেবা চালিয়ে যাওয়া জন্যে রাজ্য সরকার হইতে পর্যাপ্ত টাকা না আসার ফলে বন্ধ করে রাখা হয়েছে বলে ও উল্লেখ করেন।
অধিবেশনে সদস্য উমাশঙ্কর দেববর্মার লিখিত প্রশ্নের জবাবে পূর্ত দপ্তরের নির্বাহী সদস্য রুনেইল দেববর্মা জানান ২০২১-২২ সাল হইতে ২০২৪-২৫ সাল অর্থ বছরে এডিসি পূর্ত দপ্তরের উদ্যোগে মোট ৫৫.৬৯ কিলোমিটার ব্রিক সলিং রাস্তা এবং ৪.৪৩ কিলোমিটার ব্রেকটপ রাস্তা করা হয়েছে। অধিবেশনে ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, সদস্য উমাশঙ্কর দেববর্মার প্রশ্নে জবাবে জানান আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ৩টি স্পোর্টস স্কুল করার পরিকল্পনা আছে। স্কুল ৩টি হবে ১। গোমতী জোনে কিল্লায় ২। সিপাহিজলা জোনে জম্পুই জলায় ৩। খোয়াই জোনে লঙ্কাপুরাই স্পোর্টস স্কুল করার সিদ্ধান্ত হয়েছে বলে ও জানান।