কারাবাও কাপ : ওয়াটফোর্ডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার, ২৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার রাতে কারাবাও কাপের তৃতীয়   রাউন্ডে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। আর ম্যানচেস্টার সিটির জার্সিতে এই ম্যাচে প্রথম   গোলের দেখা পেলেন পর্তুগিজ ফুটবলার   ম্যাথিউস নুনেজ।  ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেন বেলজিয়ান তারকা ডকু ও ম্যাথিউস নুনেজ।  আর ওয়াটফোর্ড – এর হয়ে ব্যবধান কমান ওয়াটফোর্ডের টম ইনসি।