BRAKING NEWS

সীমান্তে বিএসএফ জ ওয়ান অপহৃত ও পরে মুক্তি, বিতর্ক তুঙ্গে

রায়গঞ্জ , ২৫ সেপ্টেম্বর (হি. স.)  : ভারত – বাংলা সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত দুষ্কৃতীদের অনুপ্রবেশ ইস্যুতে। বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে দুষ্কৃতিদের অনুপ্রবেশ এবং বি এস এফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি – র কাছে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় সীমানায় উত্তর দিনাজপুরের ঘটনা। এই দেশের রাধিকাপুর এবং ওই দেশের বিরল সীমান্তে রুটিন মাফিক টহলদারির চলছিল । গত সন্ধ্যায় হঠাৎ ১৫ – ২০ জনের এক দুষ্কৃতি দল ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। জনৈক এক জওয়ানকে জোরপূর্বক ধরে ফেলে বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে চলে যায়। এরপর বিজিবি – র হাতে তুলে দেয়। পরে দুই বাহিনীর সেক্টর কমান্ডারদের মধ্যে এ নিয়ে ফ্ল্যাগ মিটিং হয় এরপর বৈঠকের শেষে বিজিবি ওই ভারতীয় জওয়ানকে ফেরত দেয়। উল্লেখ্য, শিলিগুড়ি থেকে তড়িঘড়ি সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা সেখানে ছুটে যান। বিএসএফ (উত্তরবঙ্গ) ‘র তরফেও এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দ্রুত জওয়ানের নিরাপদে ভারতে ফিরে আসার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্হা নেওয়া হয়েছে ও বিতর্ক তুঙ্গে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা যে আদতে অনুপ্রবেশের চেষ্টা করে এবং সংশ্লিষ্ট জওয়ান তাদের ওই কাজে জোরদার ভাবেই বাধাদান করে। এটাই আসল রাগের কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *