BRAKING NEWS

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা

বহরমপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গার ভাঙনের আতঙ্কে দিশেহারা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। রবিবার রাত ১১টার পর থেকে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ওই এলাকা। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে মাটি ধসে পড়ছে গঙ্গার জলে। লোহরপুর এলাকায় একটি মসজিদ জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ রবিবার রাত থেকেই আতঙ্কে রয়েছেন। অবস্থা এমন যে, ঘর থেকে জিনিসপত্র বের করে এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু বাসিন্দারা। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজে ডাউন স্ট্রিম ও আপস্ট্রিমে গঙ্গায় ব্যাপকভাবে জলস্তর বাড়ছে। ফারাক্কা সূতি-১ ও ২, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ -২, লালগোলা ব্লকে জলস্তর বৃদ্ধি হওয়ায় রাতেই বন্যা সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। অন্যদিকে, নিমতিতা, নুরপুর ও গেরিয়াতেও গঙ্গার জল বিপদসীমা পার করেছে। সোমবার সকালে নিমতিতায় জলস্তর ২২.১৭ মিটার। সেখানে জলের বিপদ সীমা নির্ধারিত রয়েছে ২১.৯০ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *