বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ সেপ্টেম্বর:  কল্যাণপুর থানার বহু পুরনো একটি আমগাছ আচমকাই বিদ্যুৎ পরিবাহী খুঁটি সহ তার ছিড়ে ভেঙ্গে পড়ে। অল্পেতেই রক্ষা পায় পথ চলতি মানুষ, যানবাহন সহ আরক্ষা দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।

সেই বিষয়টি কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানা মাত্রই গাছটিকে কেটে সরানোর জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের সাথে কথা বলেন। তারপর মহকুমা শাসকের তত্ত্বাবধানে থাকা কল্যানপুর স্কাউটস এন্ড গাইডসের দুর্যোগ মোকাবেলা দলকে খবর দেন।

তৎক্ষণাৎ দুর্যোগ মোকাবেলা দল এবং কল্যাণপুরের  ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট   বিশ্বজিৎ মজুমদার সেখানে ছুটে যায়। দুর্যোগ মোকাবেলা দল, কল্যাণপুর আরক্ষা দপ্তরের কর্মী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের যৌথ সহযোগিতায় গাছটিকে কাটা হয় এবং বিদ্যুৎ পরিবাহী তার গুলি সরিয়ে পুনরায় যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়।