পুঞ্চ থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী আটক

পুঞ্চ, ২২ সেপ্টেম্বর (হি.স.): রবিবার পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা পাহারা দেওয়ার সময় জওয়ানরা ৩৫ বছর বয়সী এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে।  

জানা গেছে যে, ওই অনুপ্রবেশকারী যখন সীমান্তের ওপার থেকে এদিকে প্রবেশের চেষ্টা করছিল, সেই সময়ই তাকে আটকানো হয়। তাকে হেফাজতে নিয়ে   জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।