দেরাদুন, ২০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মন্ত্রী গণেশ যোশী ক্যানাল রোডের সাকেত কলোনিতে সেবা পাখওয়াড়ার অংশ হিসেবে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অংশ নেন। নিজে রাস্তা ঝাঁট দিয়ে পরিচ্ছন্নতার বার্তা দেন মন্ত্রী। গণেশ যোশী বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাখওয়াড়ার অংশ হিসেবে স্বচ্ছতা অভিযান রাজ্য জুড়ে চালানো হচ্ছে।
তিনি বলেন, যখন থেকে প্রধানমন্ত্রী মোদী দেশের ক্ষমতা গ্রহণ করেছেন, তখন থেকেই বিশ্বে দেশের সম্মান বেড়েছে। সমাজের প্রতিটি শ্রেণীকে নিয়ে চিন্তাভাবনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, আগে সাফাই কর্মী নামে ডাকা হতো। প্রধানমন্ত্রী মোদী তাঁদের পরিবেশ বন্ধুর মতো সম্মানজনক নাম দিয়েছেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করা উচিত নিজের ঘর থেকে। ভারতের পরিচ্ছন্নতা সকল দেশবাসীর সম্মিলিত দায়িত্ব।