নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: বাংলাদেশের খাগড়াছড়িতে চাকমা এবং সংখ্যালঘু জনজাতিদের উপর ক্রমাগত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক বীরেন চাকমা জানান, বাংলাদেশের যেভাবে সংখ্যালঘু হিন্দু এবং জনজাতি অংশের জনগণের উপর আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। শুধু তাই নয় বিভিন্নভাবে মহিলাদের উপরও হামলা সংঘটিত করা হচ্ছে। এরই প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলায় এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হবে। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আস্তাবল ময়দানে এসে সম্পন্ন হবে।