BRAKING NEWS

নির্যাতিতার জন্য আন্দোলন চলবে, তবে শীঘ্রই জরুরি পরিষেবার কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) আর জি কর ইস্যুতে ৪১ দিন জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলন। সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে তাদের স্বাস্থ্যভবনের সামনে একটানা যে আন্দোলন কর্মসূচি জারি ছিল তা থেকে সরে এসে তারা বন্যা পীড়িত এলাকার মানুষদেরও সাহায্য করতে বিশেষ ক্যাম্প খুলতে চলেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি-তে ওষুধপত্র খাবার নিয়ে বানভাসি এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতেই পরিষেবার হাত প্রসারিত করতে চলেছেন।  নির্যাতিতার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যদিও আন্দোলন জারি থাকবে। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃত্বে যাঁরা তাঁদের সকলেই ঐক্যবদ্ধ রয়েছেন। আন্দোলনের পুরোভাগে থাকা অনিকেত মাহাতো ও দেবাশিস হালদার একযোগে জানিয়েছেন, শুক্রবার সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল বের করে ওই দাবির স্বপক্ষে আপাতত ইতি টানার পরিকল্পনা জেনারেল বডি-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে রয়েছেন তাদের সকলে স্বাস্থ্যভবনের সামনে। বস্তুত, অতি শীঘ্রই তাঁরা সকলেই জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *