নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্ড হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সেই চ্যানেলে আমেরিকার ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিও ভেসে ওঠে। যদিও, সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল স্বাভাবিক অবস্থায় ফিরে আনার চেষ্টা চলছে।শুক্রবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটি হ্যাক্ড হয়েছে বলে মনে করা হচ্ছে। হ্যাক্ড হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিও সম্প্রচার করা হয়। সুপ্রিম কোর্টের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির সরাসরি সম্প্রচার চলে। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের পর চ্যানেলটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে পরিষেবাগুলি শীঘ্রই আবার চালু করা হবে।