নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পরীক্ষার ফি প্রত্যাহার করার দাবিতে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মার কাছে ডেপুটেশন প্রদান করল এনএসইউআই।
এনএসইউআই নেতৃত্বরা জানান, এখনো বন্যা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি অনেকগুলি পরিবার। কিন্তু তার মধ্যেই বিধা বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফি বাবদ ২৪০০ টাকা ও ১৮০০ টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বন্যা পরিস্থিতিতে অনেক অভিভাবকের পক্ষেই এই ফি দেওয়া সম্ভব নয়। তাই অবিলম্বে এই ফি প্রত্যাহার করার দাবি জানিয়েছে এনএসইউআই।