ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে আবারও সোচ্চার হয়েছে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম। খেলোয়ারদের স্বার্থ জনিত বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আজ শুক্রবার রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সকাশে মিলিত হয়ে স্মারকলিপি প্রদান করা হয় এবং সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। দাবী সনদে উল্লেখ করা হয়েছে রাজ্যের কৃতি খেলোয়াড়দের অতিসত্বর ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে কোচ হিসেবে নিয়োগ করতে হবে। রাজ্য ও জাতীয় স্তরে খেলাধুলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের চাকরির সুযোগ যথারীতি নিয়ম মেনে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে। অন্ততপক্ষে ৩০০ টি শারীর শিক্ষকের পদ নির্ধারিত করতে হবে। বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্যের যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ৫ শতাংশ আসন সংরক্ষিত করতে হবে। খেলোয়ারদের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪২ করতে হবে। খেলোয়ারদের বৃত্তির টাকার পরিমাণ ১২০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে। রাজ্যের খেলাধুলার উন্নয়ন করার জন্য সরকারকে অবিলম্বে ত্রিপুরা রাজ্যে বৈধ অলিম্পিক সংস্থাকে অনুমোদন করে পুরো দায়িত্ব অর্পণ করতে হবে। ক্রীড়া দপ্তরে লাগু করা আইন সব ক্ষেত্রে মান্যতা দিতে হবে। ক্রীড়া দপ্তর থেকে প্রতিবছর একটি ক্রীড়া ম্যাগাজিন বের করতে হবে। রাজ্যে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে শুক্রবার ফোরামের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।