ভারত নিজস্ব টেক্সটাইল শিল্পকে বিশ্ব বাজারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে : প্রধানমন্ত্রী

ওয়ার্ধা, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারত এখন নিজস্ব টেক্সটাইল শিল্পকে বিশ্ব বাজারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের টেক্সটাইল সেক্টরের হাজার বছরের পুরনো গৌরব পুনরুদ্ধার করাই দেশের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই সংক্রান্ত এক প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। প্রকল্পের লাভার্থীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁদের শংসাপত্রও দিলেন তিনি।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী অস্পৃশ্যতার বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। বিশ্বকর্মা যোজনার এক বছর পূর্ণ হওয়ার এই উদযাপন আমাদের বিকশিত ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে, আমি এই উপলক্ষে বিশ্বকর্মা যোজনার সঙ্গে যুক্ত সবাইকে, সারা দেশে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন জানাই।ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এখনও পর্যন্ত ৬.৫ লক্ষেরও বেশি বিশ্বকর্মা বন্ধুকে আধুনিক যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। এতে তাদের পণ্যের গুণগত মান উন্নত হয়েছে। তাদের উৎপাদনশীলতা বেড়েছে। শুধুমাত্র এই নয়, প্রত্যেক সুবিধাভোগীকে ১৫ হাজার টাকার একটি ই-ভাউচার দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে, আমি খুশি যে এক বছরের মধ্যে এই যোজনা এত জনপ্রিয় ও সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *