নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ২১ তারিখ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর ২২ তারিখ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ছাড়াও ছত্তিশগড় ও ওডিশাতেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এরপর ২৩ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওডিশা এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টি হবে। ২৫ তারিখও দেশের এই অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, ওই দিন অরুণাচল ও বীরভদ্রেও বৃষ্টি হতে পারে। আপাতত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
2024-09-20