হুগলি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : বন্যার জলের তোড়ে হুগলি জেলার খানাকুলে ভেসে গেল একটি দোতলা বাড়ি। রোমহর্ষক এমনই একটি ভিডিও শুক্রবার সামনে এসেছে। খানাকুলের ওই এলাকায় একতলা বাড়িগুলিও ইতিমধ্যেই ডুবে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বহু মাটির বাড়িও। গত কয়েক দিন টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ভাসছিল হুগলি। এখন বৃষ্টি থামলেও খানাকুলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গতকাল রাত পর্যন্তও বেড়েছে জলস্তর।প্লাবিত হয়েছে হুগলি জেলার বলাগড়ও। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ভাসছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। জোয়ারের জলে আগেই প্লাবিত হয়েছিল চর খয়রামারির বিস্তীর্ণ এলাকা। সঙ্গে এখন বাঁধের ছাড়া জলে ফুঁসছে গঙ্গা। কালভার্ট ভেঙে গ্রামে ঢুকছে বন্যার জল।