নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ সেপ্টেম্বর: প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল এক নিরীহ পশু। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠে পুরাতন হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া পুরাতন হাসপাতালের টয়লেটের সেফটিক টেংকে একটি গাভী পরে আটকে থাকার ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় এক ব্যক্তি। তৎক্ষনাত তিনি তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকারকে খবর জানান। এর পাশাপাশি স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়কেও অবগত করেন।
সঙ্গে সঙ্গেই পুর পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে সেই গাভীটিকে উদ্ধার করার জন্য স্থানীয় দমকল দপ্তর, মহকুমা প্রশাসনের, এবং স্কাউট গাইডের রেসকিউ টিমের কাছে খবর পৌঁছান। পরে সকলের সম্মিলিত প্রয়াসে গাভীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। একটি নির্বাক জীবের জীবনরক্ষায় সচেতন নাগরিক সহ প্রশাসন এবং স্কাউট গাইডের অতি অল্প সময়ে এগিয়ে এসে কাজটি সম্পন্ন করায় পুর পরিষদের চেয়ারম্যান নিজে বিধায়িকার পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের এই ঘটনায় সাধারণ মানুষ একদিকে যেমন সকলের প্রশংসা করেন ।