নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের উপস্থিতিতে মহকুমা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মহকুমার সব ক্লাবের সভাপতি ও সম্পাদকদের ডাকানো হয়। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে যেন এবারে পূজার চাঁদা ধার্য্য করা হয়।
কোন মানুষের উপর পূজার চাঁদার জন্য যেন কোন রকম চাপ সৃষ্টি করা না হয়। সমস্ত পূজা প্যান্ডেলে বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য এবং প্যান্ডেলের উচ্চতা নির্ধারন করার ক্ষেত্রে সরকারের নির্দেশ মেনে করতে হবে। তাছাড়া যে সমস্ত ক্লাবের পূজো রাস্তায় হচ্ছে তাদেরকে সরকারের নিদ্দিষ্ট গাইডলাইন মেনে পুজো করার জন্য আহ্বান রাখেন মহকুমা শাসক।
আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস, অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায়, এসডিপিও দুলাল চন্দ্র দত্ত সহ বিভিন্ন দপ্তর আধিকারিকরা। বৈঠকে সমস্ত ক্লাবের প্রতিনিধিগণ নিজেদের সহমত পোষণ করেন।