এমএলএস :  দুইবার এগিয়ে গিয়েও মেসির মায়ামি ড্র করল

নিউইয়র্ক, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : টানা তিন ম্যাচে জয়ের পর পয়েন্ট হারাল মেসির ইন্টার মায়ামি। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে   বদলি ম্যাচে নেমে মেসি গোল করতে পারেননি।  এই ম্যাচে   মেসি ছাড়াও লুইস সুয়ারেজ ও জর্দি আলবাকেও মাঠে নামাননি কোচ। ইনজুরির কারণে খেলতে পারেননি আরেক তারকা সের্হিও বুসকেটসও।  তবুও ম্যাচের প্রথমার্ধে লিড পায় মায়ামি।  ম্যাচের ২৯ মিনিটে গোলটি করেন দাভিদ রুইস। তবে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটেই সমতায় ফেরে আটালান্টা। স্বাগতিকদের হয়ে গোল করেন জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজে। ১৪ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে। এরপর ম্যাচের ৮৪ মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান রাশিয়ান তারকা আলেক্সেই মিরানচুক।  এই ড্রয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। আর আটালান্টার অবস্থান ২৩তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *