ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাল বিয়াক মুয়ানার জোড়া গোল। প্রথমার্ধেই দুই গোল। দারুন জয় লাল বাহাদুরের। দুটি ম্যাচ পরাজয়ের পর দারুন কামব্যাক। তাও শক্তিশালী এগিয়ে চল সংঘ কে হারিয়ে। গতবারের চ্যাম্পিয়ন পাশাপাশি এবারের নকআউট শীল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চল সংঘের বিজয় রথ থামিয়ে লাল বাহাদুর একপ্রকার চমক তৈরি করেছে। এটি লাল বাহাদুরের পক্ষে ষষ্ঠ ম্যাচের মাথায় তৃতীয় জয়। প্রথম ম্যাচটি ত্রিবেণীর সঙ্গে ড্র-তে শেষ করেছিল। ছয় ম্যাচের শেষে লালবাহাদুরের পয়েন্ট দশ। আজকের খেলায় প্রথমার্ধে দুই গোল দিয়ে পরবর্তী সময়ে যথেষ্ট রক্ষণাত্মক খেলে গোল দুটো ধরে রাখার প্রয়াস নেয়। শেষ পর্যন্ত সাফল্যও পায়। পক্ষান্তরে এগিয়ে চল সংঘের খেলোয়াড়রা অলআউট খেলেও গোল পরিশোধের তেমন কোনও সম্ভাবনা তৈরি করতে পারেনি। প্রথমার্ধের ২৩ ও ৩৩ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের লাল বিয়াক মুয়ানার পরপর দুই গোল শেষ পর্যন্ত দলকে দুর্দান্ত জয় এনে দেয়। উপরন্ত শক্ত প্রতিরোধ গড়তে গিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে এবং দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে লাল বাহাদুর ব্যায়ামাগারের জোসেফ লাল, ভক্ত সাধন, শাসন কুমার ও ব্যঞ্জামিন কে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এদিকে, বিজয়ী লাল বাহাদুরের লালরিন লোয়াকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ সুকান্ত তথ্য পল্লব চক্রবর্তী ও আদিত্য দেববর্মা।