কাটরা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কাটরায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘ভালোবাসার দোকান’-এর আড়ালে কংগ্রেস ঘৃণা ছড়াচ্ছে। কংগ্রেস নিজস্ব ভোটব্যাঙ্কের বাইরে কিছু দেখতে পাচ্ছে না। একই কারণে, তাঁরা জম্মু ও কাশ্মীরের মধ্যে ফাটল আরও গভীর করেছিল এবং সর্বদা রাজ্যের প্রতি আংশিক আচরণ বজায় রেখেছিল।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস নেতা ইচ্ছাকৃতভাবে ডোগরা পরম্পরার উপর এই হামলা চালিয়েছেন। ভালোবাসার দোকানের নামে বিদ্বেষের মালামাল বিক্রি করা তাদের পুরনো নীতি। ভোটব্যাঙ্ক ছাড়া আর কিছুই দেখে না।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, কংগ্রেসের শাহী পরিবার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। এই পরিবারই ভারতে দুর্নীতির কুফলের জন্মদাতা ও লালনকারী।”
2024-09-19