দৌসা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ১৮ ঘণ্টা পর মিলল সাফল্য, রাজস্থানের দৌসায় নলকূপে পড়ে যাওয়া আড়াই বছরের শিশুকন্যাকে বৃহস্পতিবার সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌসার যোধপুরা গ্রামের ঘটনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডার যোগেশ কুমার বলেছেন, নলকূপটি প্রায় ৬০০ ফুট গভীর, ওই শিশুকন্যা ২৮ ফুট গভীরতায় আটকে ছিল। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে।দৌসার পুলিশ সুপার রঞ্জিতা শর্মা বলেছেন, এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় পুলিশের তৎপরতায় শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আড়াই বছরের শিশুকন্যাটি বুধবার গভীর ওই নলকূপে পড়ে গিয়েছিল।
2024-09-19