আগরতলা, ১৯ সেপ্টেম্বর: কালী মূর্তি ভাঙ্গা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা একটি পূর্বপরিকল্পিত ঘটনা। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরী করাই আসল লক্ষ্য ছিল। আজ রানীরবাজার দুর্গানগর এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রানীরবাজার ঘটনার পরের দিন সিপিএমের নেতৃত্বরা পরিদর্শনে আসতে চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয় নি। আজ তৃতীয়বার চেষ্টা করার পর আসা হয়েছে।
তাঁর কথায়, কালী মূর্তি ভাঙ্গা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা একটি পূর্বপরিকল্পিত ঘটনা। ওই রাতে রামের স্লোগান দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করা একদম ঠিক হয়নি। আসলে দুষ্কৃতকারীরা বাড়ি চিহ্নিত করে আক্রমণ করেছিল। বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে।এদিন তিনি আরও বলেন, ওই রাতে আক্রমণ প্রতিহত করতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করাই আসল লক্ষ্য ছিল।