কাইথাল, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : হরিয়ানার খানোদা গ্রামের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক হোম গার্ডের। সিভিল লাইন পুলিশ স্টেশনে হোম গার্ডকে পোস্ট করা হয়েছিল। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে ফারালের বাসিন্দা ৪১ বছর বয়সী মোহন সিং যখন ডিউটি করার সময় যাচ্ছিলেন খানোদা গ্রামের কাছে তার বাইকটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইক আরোহী হোম গার্ড রাস্তায় পড়ে মাথায় ও বুকে গুরুতর জখম হয়। লোকজন বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও তার মৃত্যু হয়। পুন্ড্রি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই গাড়ির চালককে খুঁজে বের করা হবে।
2024-09-18