নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় মোবাইল ফোন লুটপাটের প্রতিবাদ করায় নাবালক ছেলেরা এক যুবকের উপর ছুরি দিয়ে হামলা চালায় এবং গলা কেটে ফেলে। হামলার পর অভিযুক্তরা মোবাইল লুট করে এবং শাস্ত্রী পার্ক ফ্লাইওভারের ১০ ফুট উঁচু লুপ থেকে যুবককে নিচে ফেলে দেয়। স্থানীয়রা আহত আব্দুল কাইয়ুমকে (৩২) নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে এবং ১৫ এবং ১৭ বছর বয়সী দুই নাবালককে গ্রেফতার করেছে। সোমবার জিটিবি হাসপাতালে ময়নাতদন্ত শেষে আব্দুল কাইয়ুমের দেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে খুন করা দুই নাবালক একই এলাকায় থাকে এবং মাদকাসক্ত। দুজনের সঙ্গে কথা বলে বাকি অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আব্দুল কাইয়ুম, মূলত বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা, শাস্ত্রী পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। ঘটনার সময় কাইয়ুম রাতে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এরপরই ঘটনাটি ঘটে তাঁর সঙ্গে।
2024-09-16

