রিয়াদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): এএফসি চ্যাম্পিয়নস লিগ হলো এশিয়ার সেরা ক্লাবগুলোর লড়াই। ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে আল নাসরের হয়ে এই মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটা সোমবার বাগদাদে খেলার কথা ছিল রোনাল্ডোর। কিন্তু ভাগ্য খারাপ পর্তুগিজ মহাতারকার। ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য ওই ম্যাচ সোমবার খেলতে যেতে পারছেন না বাগদাদে। অধিনায়ককে ছাড়াই এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খেলবে আল নাসর।
2024-09-16