BRAKING NEWS

কাদম্বিনীর মৃত্যুকে ঘিরে অভিযোগ, সুপ্রিম কোর্টের উপর আস্থা পরিবারের

উ ২৪ পরগনা, ১৬ সেপ্টেম্বর(হি.স.): কাদম্বিনীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে তাঁর পরিবার সরাসরি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। কাদম্বিনীর বাবা-মা অভিযোগ করেছেন যে প্রশাসন দেহ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি এবং প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হয়েছে। তাদের দাবি, ৩০০-রও বেশি পুলিশ দিয়ে তাঁদের মানসিকভাবে হয়রানি করা হয়েছে এবং তিন ঘণ্টা পরে কাদম্বিনীর দেহ দেখতে দেওয়া হয়েছে।

কাদম্বিনীর বাবা বলেন, “আমরা দেহ সংরক্ষণের জন্য আগেই আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন তা করেনি। পুরো সিস্টেমই যেন প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল।”

তাঁদের এই অভিযোগের ভিত্তিতে পরিবার এখন সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছেন এবং বিশ্বাস করছেন যে সঠিক বিচার পাবেন।

এদিকে, কাদম্বিনীর বাবা-মা আশাবাদী যে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে এই দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের সমাধান হবে এবং তাঁরা সুবিচার পাবেন। কাদম্বিনীর মা বলেন, “আমরা চাই এই স্নায়ু যুদ্ধ শেষ হোক। আশা করছি, আজকের বৈঠকে সব সমস্যার সমাধান হবে।”

তাঁদের বক্তব্য অনুসারে, ন্যায়বিচারের আশা নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে থেকেই তাঁরা সুবিচার পাবেন বলে আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *