চণ্ডীগড়, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। দিকে-দিকে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ। রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলার জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশে থাকার বার্তা দিতে এবং আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার চণ্ডীগড়ের চিকিৎসকরা এগিয়ে এলেন। এদিন হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করলেন চণ্ডীগড়ের পিজিআইএমইআর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের চিকিৎসকরা।
2024-09-16

