বার্লিন, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : জার্মানির কোলোন শহরে বড়সড়ো বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সেন্ট্রাল কোলোনের হোহেনজোলারিং রোডে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ফুটেজটি কোলোনের এক নাইটক্লাবের সামনের। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই নাইটক্লাবে ঢোকার দরজার সামনে কোনও একটি বস্তু রেখে যাচ্ছে। সেটিতে আগুনও জ্বলতে দেখা যায়। সেটি ওখানে রেখেই ওই ব্যক্তিকে পালাতে দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বস্তুটিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর হোহেনজোলারিং রোড সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চলছে। পুলিশের তরফে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটা কোনও সন্ত্রাসবাদী হামলা কিনা, তা এখনও স্পষ্ট করেনি জার্মান পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।