ডুয়ার্স, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর মুখে খুলে গেল ডুয়ার্সের জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে ফের খুলে গেল জঙ্গল।এদিন জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। জঙ্গল সাফারি, হাতি সাফারি করতে পর্যটকদের ঢল নামে।এদিন জলদাপাড়া গেটে ফুল ও মিষ্টিমুখ করিয়ে পর্যটকদের স্বাগত জানান বনকর্মীরা।
জলদাপাড়ার মূল আকর্ষণ হাতি সাফারিতে এবারে হাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জলদাপাড়ার হলং এর পাশাপাশি শালকুমার গেট থেকেও এদিন হাতি সাফারি শুরু হয়েছে।