গোসাবা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সুন্দরবনের গোসাবা ব্লকের বিভিন্ন প্রান্তে নদী বাঁধে ধস নামতে দেখা গিয়েছে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে গোসাবা ব্লকের বালি, পাখিরালয়, সাতজেলিয়া, লাহিরিপুর, ছোট মোল্লাখালি, কালিদাসপুর, পাঠানখালি এলাকায় নদী বাঁধে ধস নেমেছে। যদিও তৎপরতার সঙ্গে গোসাবা ব্লক প্রশাসন ও সেচ দফতর বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছে। ধস নামে পাখিরালয় এলাকায়। সঙ্গে সঙ্গেই সেচ দফতরের কর্মীরা দ্রুততার সাথে পৌঁছয় ঘটনাস্থলে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী বাঁধে মাটি দিয়ে মেরামত করা হয় বাঁধ। বাঁধের উপর পলিথিন বিছিয়ে আপাতত বাঁধ রক্ষা করতে সক্ষম হয়েছেন তাঁরা। একই অবস্থা হয়েছে ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর এলাকায়। সেখানেও গ্রামবাসীদের সাহায্য নিয়ে সেচ দফতর বাঁধ মেরামত করেছে।সোমবার সকালে বাঁধে ফাটল দেখা দেয় বালি এলাকায়। সেখানেও সেচ দফতরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করেছেন। সোমবার বিকেল পর্যন্ত কোথাও বাঁধ ভেঙে নদীর জল গ্রামের অভ্যন্তরে ঢুকতে পারেনি। গোসাবার সেচ দফতরের আধিকারিক শুভদীপ দালাল বলেন, “ বাঁধের অবস্থা অনেক জায়গাতেই খারাপ রয়েছে। আমাদের কর্মীরা গ্রামবাসীদের সাহায্য নিয়ে বাঁধ মেরামতি করেছে দ্রুততার সঙ্গে। এখনও পর্যন্ত কোথাও বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে পারেনি।” গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস বলেন, “ আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। যাতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে না পারে সেই চেষ্টাই চলছে।”
2024-09-16