কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ সক্রিয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে রাজ্যের ১৪টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। রবিবারের সকালে জরুরি বার্তায় এ সম্পর্কে সঠিকভাবে জানতে দামিনী আ্যপ ব্যবহারের কথাও জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এই বিজ্ঞপ্তি জারি করেছে আলিপুর। ওই বার্তা অনুযায়ী, কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগণা, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরের নাম রয়েছে আলিপুর হাওয়া অফিস থেকে এদিন সকালে প্রকাশিত বুলেটিনে।
2024-09-15