বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন শিরোপা দখল করে এক নং টিলা হৈচৈ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন শিরোপা দখল করে এক নং টিলা হৈচৈ। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে চারটা কুড়ি মিনিটে।

এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয় এপার বাংলা ওপার বাংলা বনাম এক নং টিলা হৈচৈ। কানায় কানায় দর্শক, টান টান উত্তেজনা ছিল ফাইনাল ম্যাচে। উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে চলে লড়াই। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় কোন গোল বারে বল ঢুকে সেটা দেখার জন্য। এপার বাংলা ওপার বাংলা ফুটবল খেলোয়াড়রা লড়াই করলেও বল বেশি গড়ায় তাদের গোলবারের দিকে।

গোল রক্ষক কয়েকটি গোল রক্ষা করলেও অবশেষে ১৯ মিনিটের মাথায় ১ নং টিলা হইচই এর পক্ষ হয়ে বিদেশি খেলোয়াড় হাসান এপার বাংলা ওপার বাংলার গোলবারের দিকে কিক করে বল ঢুকিয়ে দেয়।  দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয় নি । ১-০ গোলে ১ নং টিলা হৈচৈ চ্যাম্পিয়ন শিরোপা দখল করে।  রানার্স হয় এপার বাংলা ওপার বাংলা। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়নশিপ ট্রফি ও রানার্স ট্রফি তুলে দেন দুই দলের খেলোয়াড়দের হাতে।

এছাড়া প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়নশিপ দলকে ৮০ হাজার টাকা ও রানার্স দলকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, কাউন্সিলর অনুপম চক্রবর্তী, বিসিএ সম্পাদক পার্থ চৌধুরী, ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন।  শান্তিপূর্ণ ভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায়, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পুলিশ সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কনভেনার নেপাল চন্দ্র সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *