এনএফআর : ট্রেনে আগুনের গুজবে যাত্রীদের মধ্যে আতঙ্ক

 কাটিহার, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার সকাল ১১ টার দিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) কিষাণগঞ্জ এবং পাজিপাড়া সেকশনের মধ্যে মালদা কোর্ট – শিলিগুড়ি  স্পেশাল ট্রেন নম্বর ০৭৫১৯-এর ইঞ্জিনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনে আগুন লাগার কোনও ঘটনা  ঘটেনি।  তবে ডিইএমইউ-এর ডিপিসি থেকে ধোঁয়া নির্গত হয়। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, এটি একটি ছোটখাটো সমস্যা, যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।