জনবসতি এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রবিবার সকালে এয়ারপোর্ট থানার এমএল পাড়ার বাসিন্দা ক্ষুদিরাম দেবের বাড়ির পাশে একটি বন্দুক উদ্ধার হয়েছে।  ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

রবিবার সকালে এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি এমএলএ পাড়ার বাসিন্দা খুদিরাম দেবের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এসএলআর উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ধারণা বামুটিয়ার প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে আন্ডার কনস্ট্রাকশনে থাকা ওএনজিসি ক্যাম্পে ডিউটিরত অবস্থায় থাকা কোন টিএসআর জওয়ান এই আগ্নেয়াস্ত্র নেশাগ্রস্থ অবস্থায় উক্ত এলাকায় ফেলে এসেছে।

এই বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই বন্দুক উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত এয়ারপোর্ট থানার পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি খুদিরাম দেবের বাড়ির বাইরে থেকে উদ্ধার হয় এই বন্দুকটি।