অসমে সুষ্ঠুভাবে এডিআরই পরীক্ষা সম্পন্ন, সৰ্বস্তরের আধিকারিক-কর্মচারীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : অসমে প্রথমবারের মতো ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজাম’ (এডিআরই)-এর সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এর সঙ্গে জড়িত সর্বস্তরের সরকারি আধিকারিক এবং কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কোনও জটিলতা ছাড়াই গুরুত্বপূর্ণ এই কাজ পরিচালনা করার ক্ষেত্রে তাঁদের অধ্যবসায়ী প্রচেষ্টার জন্য সরকারি কর্মীবাহিনীর অকুণ্ঠ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণভাবে নিয়োগ পরীক্ষা সম্পাদনের গুরুত্বের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী একে একটি স্মরণীয় কৃতিত্ব হিসেবে তুলে ধরেছেন।

মুখ্যমন্ত্ৰী লিখেছেন, ‘রাজ্যে প্রথম এডিআরএ পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অসম সরকারের সর্বস্তরের আধিকারিক ও কর্মচারীদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাঁরা কোনও সমস্যা ছাড়াই সাফল্যের সঙ্গে বিশাল এই কাজটি সম্পন্ন করেছেন।’

অসমের চাকরিপ্রার্থী যুবক-যুবতীর প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ড. শর্মা আশ্বস্ত করে বলেছেন, রাজ্যের ভবিষ্যত চাকরি-প্রার্থীদের জন্য একটি উন্মুক্ত এবং উপযুক্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার মাধ্যমে সরকারি নিয়োগের মূল ভিত্তি হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর রাজ্যের ২৮টি জেলায় ২,৩০৫টি কেন্দ্রে তৃতীয় শ্রেণির সরকারি পদে চাকরির জন্য ১১,২৩,২০৪ লক্ষ প্রার্থী ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজাম’-এ অংশগ্ৰহণ করেছেন। আজ ছিল লিখিত পরীক্ষা।

গ্রেড-থ্রি পরীক্ষার পর ৫.২৯ লক্ষ প্রার্থী আগামী ২৯ সেপ্টেম্বর চতুর্থ পত্রের নিয়োগ পরীক্ষায় (স্নাতক-উত্তীর্ণ) অবতীর্ণ হবেন। এদিন বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক উত্তীৰ্ণদের জন্য ড্রাইভার পদের জন্য পঞ্চম পত্রের পরীক্ষা।

এছাড়া চতুর্থ শ্রেণির উচ্চ মাধ্যমিক / আইটিআই পাশদের জন্য প্রথম পত্রের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ৯-টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এবং অষ্টম শ্রেণি উত্তীর্ণদের দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা দেড়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে আজ তৃতীয় শ্রেণির সরকারি বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষার পরিপ্রেক্ষিত সম্ভাব্য অনিয়ম রুখতে এবং মসৃণ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে অসম সরকার আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১:৩০ পৰ্যন্ত রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *