নয়াদিল্লি, ১৪ সোপ্টেম্বর (হি.স.): গত বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ ২৫ দিনের যুদ্ধ শেষে প্রয়াত হন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে গত ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন সীতারাম। শনিবার দিল্লির এইমস-এ সীতারামের শেষ ইচ্ছা অনুসারে দেহদান করা হয়েছে।শনিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে সীতারাম ইয়েচুরিকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লি এইমস-এ। সেখানেই প্রবীণ নেতার দেহ দান করা হয়। শনিবার নয়াদিল্লির গোল মার্কেটে সিপিএম কেন্দ্রীয় কমিটির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার দেহ। বিকেল পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দেহ রাখা থাকে সেখানেই। তার পর এইমসে দেহদান করা হয়।
2024-09-14