কার্ডিফ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সাউদাম্পটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড।শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কার্ডিফে ১৯৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। এই জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ হয়ে গেল। টসে হেরে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ফ্রেজার-ম্যাকবার্গের হাফ-সেঞ্চুরি ও জস ইংলিশের ২৬ বলে ৪২ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৯৩ রান করে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে লিভিংস্টোনের ঝড়ে ৬ বল বাকি থাকতেই জয় তুলে দেয় ইংল্যান্ড । লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৮৭ রান।
2024-09-14