‘করম পূজা’-র আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): “এই শুভ উপলক্ষে আমি সকলের জন্য সুখ ও শান্তি কামনা করছি।” ‘করম পূজা’-র জন্য আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি জানিয়েছেন, “সকল দেশবাসীকে ‘করম পূজা’-এর আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব ভাই বোনের ভালোবাসা ও অটুট বন্ধনের উদযাপন। এই লোক উৎসবে মানুষ সমৃদ্ধি ও সুখের জন্য প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা করে। এই উৎসব আমাদের পরিবেশ রক্ষার কথাও শেখায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *