আগরতলা, ১৪ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আজ হিন্দি পথোয়ারার উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারি কলেজের ডিন প্রফেসর অরুণ ভাই প্যাটেল মহোদয়। তাঁর ভাষণে তিনি ভারতীয় ভাষা হিসেবে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, তিনি মত দেন যে সমস্ত প্রতিষ্ঠানে হিন্দির ব্যবহার সর্বাধিক করা উচিত যাতে হিন্দি জাতীয় ভাষার মর্যাদা অর্জন করতে পারে। অধ্যাপক বিপিএম শ্রীনিবাস, বিভাগীয় প্রধান (শিক্ষাশাস্ত্র) সেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক অবধেশ কুমার চৌবে, পরিচালক (ভারপ্রাপ্ত)। এই অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন ডাঃ ব্রহ্মা নন্দ মিশ্র, সহকারী অধ্যাপক (হিন্দি)। এ সময় সকল কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।