লন্ডন, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে না হতেই বাজিমাত করলেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে মরসুম শুরুর প্রথম তিন ম্যাচেই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। লিগ শুরুর প্রথম তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন হলান্ড। এর জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।শুক্রবার এক বিবৃতিতে হলান্ডের মাস সেরা হওয়ার খবরটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ৮ জনের তালিকা থেকে ভোট দিয়ে তাকে সেরা নির্বাচিত করেছে সমর্থক ও ফুটবল বিশেষজ্ঞদের প্যানেল। নতুন মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিন ম্যাচে ৭ গোল করেছেন হলান্ড। যেখানে আছে দুটি হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগের ইতিহাসে মরসুম শুরুর প্রথম তিন ম্যাচে এত গোল করার রেকর্ড নেই কারও। মাস সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত হলান্ড। তিনি বলেছেন, ‘মরসুমের শুরুতে এ পুরস্কার জিতে আমি আনন্দিত। সারা মরশুমটা ভালো খেলতে উজ্জীবিত করবে আমাকে।’
2024-09-14