আগরতলা, ১৪ সেপ্টেম্বর : বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের উত্থাপিত দুর্নীতির অভিযোগ আজ খন্ডন করার চেষ্টা করেছেন জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেবর্বমা। তাঁর দাবি, বিধায়ক শ্রী বর্মণ বিধানসভায় ভুল তথ্য দিয়েছেন। তাই তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে তিনি শ্রী রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু, সত্যতা প্রমাণিত না হয়, তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মণকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে, চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ওই চ্যালেঞ্জে বিধায়ক সুদীপ রায় বর্মণ পাল্টা আক্রমণ করেন। বিকাশ দের্ববমা মন্ত্রী পদ বাঁচাতে এখন হুমকি দিচ্ছেন। আমি আদালতে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সুদীপ।
আজ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের আনা সমস্ত অভিযোগ একপ্রকার খন্ডন করার চেষ্টা করেন। শুধু তাই নয়, কেঁদেও ফেলেছেন তিনি। তাঁর দাবি, রাজনীতিতে আসার আগে প্রায় ২৫ বছর যাবৎ ঠিকেদারির কাজে নিযুক্ত ছিলেন। পাশাপাশি, বিশাল সম্পত্তির মালিক তিনি। তাছাড়া, তাঁর পরিবারের সব সদস্য সরকারী চাকুরীতে যুক্ত রয়েছেন।
এদিন তিনি বলেন, মন্ত্রী পদে বসার আগে আগরতলায় দুটি বাড়িও ছিল তাঁর। তিনি দাবি করেন, তাঁর পিতা এবং পিতামহ বিশাল সম্পত্তির মালিক ছিলেন। প্রায় ২০০ কানি জমির মালিক ছিলেন তাঁরা। বিধায়ক সুদীপ বাবুর দেওয়া তথ্যের দ্বিগুণ সম্পত্তির মালিক বলেও দাবি করেন তিনি।
এদিন তিনি আরও বলেন, তেলিয়ামুড়ায় এবং খোয়াই বেহালাবাড়িতে তাঁর ছেলে ও স্ত্রীর নামে কোনো পেট্রোল পাম্প নেই। বিধানসভায় বিধায়ক শ্রী বর্মণ ভুল তথ্য দিয়েছেন। পাশাপাশি, বিধানসভায় মাতৃভাষা ককবরকের আপমান করেছেন কংগ্রেস বিধায়ক। তিনি আক্ষেপ করে বলেন, শ্রী বর্মণ তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করতে চাইছিলেন। তাঁর অপরাধ তিনি জনজাতি পরিবারের সন্তান। কারণ, শ্রী বর্মনের বদ্ধমূল ধারণা, জনজাতিরা কখনোই ব্যবসায়ী হতে পারেন না। তাঁর কথায়, কংগ্রেস কখনো জনজাতিদের উন্নয়ন চায় নি। তাই ত্রিপুরাবাসী কংগ্রেসকে চিরতরে বিদায় দিয়েছেন।
এদিন তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে তিনি শ্রী রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু, সত্যতা প্রমাণিত না হয়, তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মণকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
আজ বিধায়ক সুদীপ রায় বর্মণ পাল্টা আক্রমণ করে বলেন, আমার মন্তব্য থেকে সেরে আসার কোনো প্রশ্নই উঠে না। বিকাশ দের্ববমা মন্ত্রী পদ বাঁচাতে এমন হুমকি দিচ্ছেন। তাঁর কাছে বিধানসভায় দেওয়া বিষয় সম্পত্তি সংক্রান্ত তথ্য অস্বীকার করার সুযোগ নেই। সুদীপের কটাক্ষ, ঠিকেদারির কাজ করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয়। কারণ, রাজ্যে আরও অনেক ঠিকেদারির কাজের সাথে যুক্ত রয়েছেন। যাই হোক, আমি আদালতে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।